
বাম শাসিত কেরলে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার হার সবথেকে বেশি অন্যান্য রাজ্যের তুলনায়
দেশ জুড়ে কৃষকদের আত্মহত্যার খবর আমরা প্রায়শই দেখতে পাই। বেকারদের আত্মহত্যার খবরও দেখা যায়, কিন্তু সেটা কৃষকদের তুলনায় অনেক কম। এবার ন্যশানাল ক্রাইম ব্যুরো বেকারদের আত্মহত্যা নিয়ে রিপোর্ট পেশ করলো। ন্যশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে বারো হাজারেরও বেশি বেকার যুবক আত্মহত্যা করেছেন। আর ২০১৮ সালে ১০ হাজার ৩৪৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মানে এই যে, দেশে কৃষকদের থেকে বেকারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি।
You must be logged in to post a comment.