বায়ু সেনাকে আরো ও শক্তিশালী করার জন্য ভারত আরও ২০০টি বিমান যুক্ত করতে চলেছে
প্রতিরক্ষা মন্ত্রালয় বায়ুসেনায় ২০০ টি নতুন যুদ্ধ বিমান যুক্ত করার প্রস্তুতি শুরু করেছে। খুব শীঘ্রই বায়ুসেনার হাতে ২০০ টি নতুন যুদ্ধ বিমান তুলে দেওয়া হবে। এরজন্য হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) এর সাথে দরপত্র প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। HAL বায়ুসেনাকে ৮৩ টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস মার্ক ১ বানিয়ে দেবে।

You must be logged in to post a comment.